জীবন ও তার বৈচিত্র|| জীবন বিজ্ঞান_ANM & GNM পর্ব -25
ANM & GNM SPECIAL
প্রথম অধ্যায়ঃ
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 60 টি লাইফ সাইন্স mcq প্রথম অধ্যায় এর কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি --
ⓑ স্পোরোফাইট
ⓒ গ্যামেটোফাইট
ⓓ স্পোরোফিল
2➤ বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কি ?
ⓑ Macaca mulata
ⓒ Rana tigrina
ⓓ Scoliodon sorrakowah
3➤ শ্রেণিবিন্যাসের জনক বলে --
ⓑ অ্যাবলার কে
ⓒ লিনিয়াস কে
ⓓ ওপারিন কে
4➤ ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্রে ব্যবহৃত লেন্স গুলি হল --
ⓑ ফাইবারের তৈরি
ⓒ তড়িৎ চুম্বক
ⓓ লোহার তৈরি
5➤ কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণসমন্বিত উদ্ভিদ ?
ⓑ ব্রায়োফাইট
ⓒ টেরিডোফাইট
ⓓ ব্যক্তবীজী
6➤ শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল --
ⓑ রেণুধর
ⓒ লিঙ্গধর ও রেনুধর
ⓓ কোনোটিই নয়
7➤ হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক ?
ⓑ ছত্রাক
ⓒ মস
ⓓ ফার্ন
8➤ পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায় ?
ⓑ শৈবাল
ⓒ ফার্ন
ⓓ মস
9➤ ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের ?
ⓑ 2n
ⓒ 3n
ⓓ কোনোটিই নয়
10➤ মাশরুম হল একপ্রকার --
ⓑ ছত্রাক
ⓒ মস
ⓓ ফার্ন
11➤ পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাবে হয় ?
ⓑ হাইড্রোজেন
ⓒ নাইট্রোজেন
ⓓ কোনোটিই নয়
12➤ সেলাজিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত ?
ⓑ ফার্ন
ⓒ ব্যক্তবীজী
ⓓ গুপ্তবীজী
13➤ নিচের কোনটি অসমাঙ্গ ফুল ?
ⓑ জবা
ⓒ কুমড়ো
ⓓ মটর
14➤ কুনোব্যাঙ এর মোট আংগুলের সংখ্যা কত ?
ⓑ 18
ⓒ 8
ⓓ 10
15➤ বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে লেখা হয় ?
ⓑ গ্রিক
ⓒ লাতিন
ⓓ স্প্যানিশ
16➤ জীববিদ্যার জনক কাকে বলা হয় ?
ⓑ অ্যারিস্টোটল
ⓒ ক্যারোলাস লিনিয়াস
ⓓ গ্রেগর জোহান মেন্ডেল
17➤ আরশোলার দৃষ্টি হল --
ⓑ দ্বিনেত্র দৃষ্টি
ⓒ আল্ট্রাসনিক
ⓓ পুঞ্জাক্ষি
18➤ নিচের কোনটি অন্ডজ সন্ধিপদ প্রাণী নয় ?
ⓑ গোবরে পোকা
ⓒ চিংড়ি
ⓓ সেন্টিপেডস্
19➤ 'Critica Botania 'বইটির লেখক কে ?
ⓑ ক্রনকুস্টস
ⓒ হুক
ⓓ ক্যান্ডলে
20➤ মাইক্রোগ্রাফিয়াকার বিখ্যাত গ্রন্থ ?
ⓑ হুক
ⓒ জন রে
ⓓ মেন্ডেল
21➤ বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে ?
ⓑ অর্নিথলজি
ⓒ এপিকালচার
ⓓ ম্যালাকলজি
22➤ ব্যাকটেরিওফাজ আসলে কি ?
ⓑ ভাইরাস
ⓒ প্রোটোজোয়া
ⓓ রাসায়নিক পদার্থ
23➤ দ্বিপদ নামকরনের প্রবক্তা কে ?
ⓑ হাচিনসন
ⓒ লিনিয়াস
ⓓ বেনথাম ও হুকার
24➤ নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে ?
ⓑ প্রোটোজোয়া
ⓒ অ্যামিবা
ⓓ কোনোটিই নয়
25➤ নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয় ?
ⓑ ছত্রাক
ⓒ মস
ⓓ ফার্ন
26➤ ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত ?
ⓑ ICZN
ⓒ ICNB
ⓓ কোনোটিই নয়
27➤ আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয় ?
ⓑ সুশ্রুত
ⓒ অ্যারিস্টোটল
ⓓ ভেসালিয়াস
28➤ শাল গাছ কোন ধরনের বৃক্ষ ?
ⓑ চিরহরিৎ
ⓒ ম্যানগ্রোভ
ⓓ কনিফার
29➤ করোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন ?
ⓑ 1750
ⓒ 1759
ⓓ 1753
30➤ মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী ?
ⓑ অ্যামফিবিয়া
ⓒ মোলাস্কা
ⓓ পরিফেরা
31➤ বৃহত্তম এককোষী শৈবালের নাম কি ?
ⓑ ভাউকেরিয়া
ⓒ অ্যাসিটোবুলারিয়া
ⓓ কোনোটিই নয়
32➤ কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব ?
ⓑ ব্যাকটেরিয়া
ⓒ প্রোটোজোয়া
ⓓ অ্যামিবা
33➤ নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহখন্ডক সর্বাপেক্ষা কম ?
ⓑ কেঁচো
ⓒ চিংড়ি
ⓓ আরশোলা
34➤ কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল ?
ⓑ প্রোটোজোয়া
ⓒ শৈবাল
ⓓ ছত্রাক
35➤ নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় ?
ⓑ বাধ্যতামূলক পরজীবী
ⓒ পোশক কোষে প্রজননক্ষম
ⓓ প্রোক্যারিওটিক
36➤ ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি ?
ⓑ Triticum aestivum
ⓒ Solanum tuberosum
ⓓ Nicotiana tabacum
37➤ দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গনের নাম সর্বদা কি হয় ?
ⓑ বিশেষ্য
ⓒ সর্বনাম
ⓓ অব্যয়
38➤ নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ?
ⓑ ক্লসট্রিডিয়াম
ⓒ ব্যাসিলাস
ⓓ রাইজোবিয়াম
39➤ পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোন দেশে অবস্থিত ?
ⓑ আমেরিকা
ⓒ ইংল্যান্ড
ⓓ জাপান
40➤ Nostoc হল একপ্রকার --
ⓑ সবুজ শৈবাল
ⓒ লোহিত শৈবাল
ⓓ বাদামী শৈবাল
41➤ ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস কোথায় অবস্থিত ?
ⓑ জম্বু
ⓒ দিল্লি
ⓓ শিলং
42➤ হাইড্রার নিমাটোসিস্ট- এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায় ?
ⓑ হিমোজোয়িন
ⓒ হিপনোটক্সিন
ⓓ হেপারিন
43➤ সিলোম থাকে না --
ⓑ সিলেনটেরাটা য়
ⓒ প্লাটিহেলমিনথিস এ
ⓓ ওপরের সবকটিতেই
44➤ ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ --
ⓑ গর্ভাশয় থাকে না
ⓒ ডিম্বাণু থাকে না
ⓓ কোনোটিই নয়
45➤ ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম হল --
ⓑ Paragonimus westermani
ⓒ Schistosoma haematobium
ⓓ Echinococcus granulosus
46➤ কাদের দেহে সিউডোসিলোম দেখা যায় ?
ⓑ মোলাস্কা
ⓒ নিমাটোডা
ⓓ অ্যানিলিডা
47➤ যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায় তা হল --
ⓑ সংবেদনশীলতা
ⓒ জনন
ⓓ ক্রিয়া প্রতিক্রিয়া ও অগ্রগতিমূলক অভিযোজন
48➤ লজ্জাবতী লতায় স্পর্শ করলে মুড়ে যায় জীবের এইরূপ বৈশিষ্ট্যকে বলে --
ⓑ উত্তেজিতl
ⓒ গমন
ⓓ বিপাক
49➤ পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরনকে বলে --
ⓑ অ্যাটমোসফিয়ার
ⓒ পাইরোস্ফিয়ার
ⓓ ব্যারিস্ফিয়ার
50➤ পৃথিবীর উপরিতলের অংশকে বলা হয় --
ⓑ কোর
ⓒ ক্রাস্ট
ⓓ হাইড্রোস্ফিয়ার
51➤ পৃথিবী প্রধানত কয়টি স্তর নিয়ে গঠিত ?
ⓑ তিনটি
ⓒ চারটি
ⓓ পাঁচটি
52➤ প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি হল --
ⓑ স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব
ⓒ কসমোজোইক তত্ত্ব
ⓓ সায়ানোজেন তত্ত্ব
53➤ প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল --
ⓑ 6000°C - 7000°C
ⓒ 7000°C - 8000°C
ⓓ 1000°C - 2000°C
54➤ জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন --
ⓑ ওপারিন
ⓒ হেলডেন
ⓓ লুই পাস্তুর
55➤ বিশ্বব্রহ্মাণ্ডে ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে কাকে বলা হয় --
ⓑ কসমোগনি
ⓒ ইভোলিউশন
ⓓ কসমোলজি
56➤ সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন --
ⓑ ওপারিন
ⓒ আরহেনিয়াস
ⓓ ফ্লুজার
57➤ কেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন --
ⓑ হ্যান্ডেল ও হেলমন্ট
ⓒ ওপারিন ও হেলডেন
ⓓ কোনাটিই নয়
58➤ 'হট ডাইলিউট সুপ' তত্ত্বের প্রবক্তা হলেন --
ⓑ ওপারিন
ⓒ হেলডেন
ⓓ ল্যামার্ক
59➤ নগ্নজিন হল --
ⓑ প্রোটিন বিহীন DNA
ⓒ RNA
ⓓ DNA
60➤ মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন --
ⓑ হাক্সলে
ⓒ হেলডেন
ⓓ ফক্স