জীবনের প্রবাহমানতা || জীবন বিজ্ঞান_ ANM & GNM পর্ব -12
ANM & GNM SPECIAL
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি_ 20 টি লাইফ সাইন্স mcq কোশ্চেন এন্ড অ্যানসার বাংলায় -
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায়ভিত্তিক; যেটা তোমাদের বিভিন্ন রকম - Competitive Exam- এর প্রস্তুতিতে ভীষণ ভাবে সাহায্য করবে । তাই আর বেশি দেরি না করে, প্রস্তুতি শুরু করে দাও _
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1➤ যে প্রক্রিয়ায় দুটি গাছের ইচ্ছামত বৈশিষ্ট্য সংযুক্ত করা হয় তাকে বলে --
ⓑ লেয়ারিং
ⓒ বাডিং
ⓓ গ্রাফটিং
2➤ গাইনোবেসিক স্টাইল কোন ফ্যামিলির উদ্ভিদে পাওয়া যায় ?
ⓑ সোলানেসি
ⓒ ল্যlবিয়েটি
ⓓ অর্কিডেসি
3➤ পরাগ রেণুর যখন একটি ফুলের পরাগ ধমনী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বলে --
ⓑ গাইটেনোগেমি
ⓒ জেনোগ্যামি
ⓓ অটোগ্যামি
4➤ ইনভিট্রো নিষেক এমন এক পদ্ধতি যেখানে নিম্নলিখিত একটি স্থানান্তর ঘটে --
ⓑ আট কোষযুক্ত ভ্রূণ
ⓒ 32 কোষযুক্ত ভ্রুন
ⓓ হয় জাইগোট অথবা ভ্রূণের 8 কোষযুক্ত অবস্থা
5➤ এককোষী প্রাণী জনন করে --
ⓑ ফিউশন
ⓒ বাডিং
ⓓ পুনরুৎপাদন
6➤ উচ্চ শ্রেণীর স্তন্যপায়ীতে জরায়ু ও যোনির মধ্যে সরু অংশটিকে বলে --
ⓑ মূত্রনালী
ⓒ ডিম্বনালী
ⓓ সারভিক্স
7➤ কে বর্ণনা করেছেন এর গঠন দ্বিতন্ত্রী --
ⓑ অ্যান্ড্রু জেগেনডর্ফ
ⓒ আরনেস্ট ইউরিব
ⓓ ওয়াটসন ও ক্রিক
8➤ নিম্নের কোনটির মধ্যে সকল তথ্য যা প্রয়োজনীয় ভাঞ্জযুক্ত পলিপেপটাইড চেনের ত্রিমাত্রিক গঠন --
ⓑ RNA
ⓒ হিস্টোপ্রোটিন
ⓓ এমাইনো এসিড সিকোয়েন্স
9➤ DNA এর পিরিমিডিন বেস হল --
ⓑ থাইমিন ও অ্যাডেনিন
ⓒ সাইটোসিন ও গুয়ানিন
ⓓ থাইমিন ও সাইটোসিন
10➤ মানুষের ক্ষেত্রে একটি সাধারণ কোষে ক্রোমোজোম সংখ্যা হল --
ⓑ 48
ⓒ 50
ⓓ 52
11➤ DNA আবিষ্কার করেছিলেন
ⓑ জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
ⓒ ফ্রান্সিস ক্রিক ও আলেকজান্ডার ফ্লেমিং
ⓓ জেমস ওয়াটসন ও হরগোবিন্দ খুরানা
12➤ মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার V , J , L অথবা I যুক্ত হয়
ⓑ মেটাফেজ
ⓒ অ্যানাফেজ
ⓓ টেলোফেজ
13➤ DNA গাইরেজ উৎসেচকটি কোন কাজের সাথে যুক্ত --
ⓑ DNA রেপ্লিকেশন
ⓒ লিপিড বায়োসিন্থেসিস
ⓓ DNA ড্যামেজ
14➤ ওয়াটসন এবং ক্রিক তাদের আবিষ্কারের জন্য বিখ্যাত --
ⓑ ভ্যাকসিন
ⓒ DNA গঠন
ⓓ এন্টিবডিস্
15➤ পলিটিন ক্রোমোজোম দেখা যায় --
ⓑ মানুষের যকৃতে
ⓒ পতঙ্গের স্নায়ুকোষে
ⓓ ওপরের কোনোটিই নয়
16➤ একটি ব্যাকটেরিয়াম একটি ভাইরাস থেকে পৃথক কোন বিষয়ে --
ⓑ RNA
ⓒ RNA এবং DNA উভয়েই
ⓓ ওপরের কোনোটিই নয়
17➤ কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারমূলকটি DNA তে অনুপস্থিত --
ⓑ অ্যাডেনিন
ⓒ থায়ামিন
ⓓ সাইটোসিন
18➤ রেট্রোভাইরাসের RNA, DNA প্রস্তুত করতে পারে --
ⓑ RNA পলিমারেজ
ⓒ এন্ডোনিউক্লিয়েজন
ⓓ রিভার্স ট্রান্সক্রিপটেজ
19➤ রেস্ট্রিকশlন উৎসেচক সংশ্লেষিত হয় --
ⓑ ইস্ট ও ব্যাকটেরিয়া কোষে
ⓒ কেবলমাত্র ব্যাকটেরিয়াতে
ⓓ সব কোষে
20➤ কোন ধরনের RNA বংশগতি তথ্য বহন করে DNA থেকে নকল করে --
ⓑ mRNA
ⓒ rRNA
ⓓ sr RNA
This comment has been removed by the author.
ReplyDeleteHi
ReplyDelete