Daily Current affairs 2022
1. বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালন করা হয় 20th February এবছরের থিম হলো- Achieving social justice through formal employment.
2. Institute of economic growth (IEG) _ এর নতুন ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হলেন - চেতন ঘাটে ।
3. দিল্লি পুলিশের shastra App লঞ্চ করলেন অমিত শাহ।
4. ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু হল মহারাষ্ট্রের মুম্বাইয়ে।
5. পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় মহিলাদের জন্য Waste to wealth creation প্রোগ্রাম লঞ্চ করলো SIDBI.
6. A History of Santiniketan" শিরোনামে বই লিখলেন উমা দাশগুপ্ত।
7. রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান ( RUSA ) স্কিমটি 2026 সাল পর্যন্ত চলবে এটি লঞ্চ করা হয়েছিল 2013 সালে।
8. 2013 আন্তরজাতিক অলিম্পিক কমিটির অধিবেশন হোস্ট করবে ভারত।
9. পোলি ও রোগ দূরীকরণের প্রয়াসের জন্য পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান "hilal-e-pakistan" দ্বারা সম্মানিত হলেন -1 বিল গেটস।
10. ঔষধ ডেলিভারি করার জন্য হিমাচল প্রদেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো Sky Air কোম্পানি।